৩ ঘণ্টা আগের আপডেট রাত ১২:১০ ; সোমবার ; ডিসেম্বর ১১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

চাকরি না দেয়ায় স্কুলের রাস্তা বন্ধ করে দিলেন জমির মালিক

বরিশালটাইমস, ডেস্ক
৫:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৩

চাকরি না দেয়ায় স্কুলের রাস্তা বন্ধ করে দিলেন জমির মালিক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নাটোরের বাগাতিপাড়ায় নৈশপ্রহরীর চাকরি না পেয়ে বিদ্যালয়ের প্রবেশপথে বাঁশের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেন জমির মালিক। প্রশাসনের হস্তক্ষেপে চার ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র পথটি থেকে বেড়া সরিয়ে নেয়া হয়। সোমবার (২ অক্টোবর) ঘটনাটি ঘটে উপজেলার জামনগর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে।

স্থানীয় সূত্র ও বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি শুরু থেকে শিক্ষক-শিক্ষার্থীরা মৃত নাজিম উদ্দিনের জমির ওপর দিয়ে যাতায়াত করতেন। রাস্তা হিসেবে দীর্ঘদিন ব্যবহার করলেও জমির মালিক বিনিময়ে কিছুই নেননি। সম্প্রতি বিদ্যালয়ে নৈশপ্রহরী নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয়।

তখন জমির মালিকের ছেলে রিয়েল আহম্মেদ ওই পদের জন্য আবেদন করেন। তবে চাকরিটা তার হয়নি। ওই পদে অন্য এক প্রার্থীর চাকরি হয়েছে। এর জেরে রিয়েল ও তার ভাই জুয়েল আলী রোববার বেলা ১১টায় বিদ্যালয়ের প্রবেশপথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। এরপর অবরুদ্ধ হয়ে পড়েন শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় সমস্যা সমাধানে স্কুলের প্রধান শিক্ষক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশকে জানান।

খবর পেয়ে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক দুপুরে বিদ্যালয়ে আসেন। তারা জুয়েল আলীকে নিয়ে বিদ্যালয়ে কথা বলেন। এ সময় মূল্য পরিশোধ করে জমি রেজিস্ট্রি করে নেয়ার সিদ্ধান্ত হয়। এই শর্তে জমির মালিক বেড়া সরিয়ে নেন।

জমির মালিক জুয়েল আলী বলেন, ‘প্রায় ৪০ বছর ধরে যাতায়াতের জন্য বিদ্যালয় ওই জমি ব্যবহার করছে। গত বছরের অক্টোবরে বিদ্যালয়ে চাকরির বিজ্ঞপ্তি হলে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে জমির বিনিময়ে নিরাপত্তাকর্মী পদে আমার ভাই রিয়েল আহম্মেদের চাকরি দেয়ার সিদ্ধান্ত হয়।

কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ স্বজনপ্রীতির মাধ্যমে আরেকজনকে নিয়োগ দিয়েছে। এরপর জমির মূল্য বাবদ তিন লাখ টাকা দেয়ার কথা হয়। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ তাও দেয়নি। তাই তিনি জমির সীমানায় বাঁশ দিয়ে বেড়া দিয়েছিলেন। পরে মীমাংসার শর্তে বেড়া সরিয়ে দিয়েছেন।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, বিদ্যালয়ের প্রবেশপথের ওই জমি ব্যক্তি মালিকানাধীন। বেড়া দেয়ার খবর পেয়ে সেখানে গিয়ে বেলা দুইটার দিকে স্কুলের অফিসে উভয় পক্ষকে নিয়ে একটি বৈঠকে বসা হয়েছিল। সেখানে আইনগতভাবে জমি গ্রহণের জন্য স্কুল কর্তৃপক্ষকে বলা হয়েছে। বাগাতিপাড়া মডেল থানার ওসি শফিউল আযম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয় এবং বাঁশের বেড়া উচ্ছেদ করা হয়।

দেশের খবর

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  বিস্ফোরক মামলায় কারাবন্দি বিএনপি নেতার মৃত্যু  আদালতে বিচারককে জুতা নিক্ষেপ করলেন নারী  ঋণ নিয়ে টমটম কিনছিলাম সেটিও নিলো চোরে  বাবুগঞ্জে আবুল হাসানাত আবদুল্লাহর জন্মদিনে কোরআনখানি ও দোয়া-মোনাজাত  ১ কেজির বেশি পেঁয়াজ কিনতে লাগবে অনুমতি  বরিশাল মহানগর বিএনপির দায়িত্ব পেলেন জিয়া সিকদার  বরগুনায় বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে অনশনে কলেজছাত্রী  বরিশালে বেশি দামে পেঁয়াজ বিক্রি: ১১ ব্যবসায়ীকে জরিমানা  পিরোজপুরের পুলিশ সুপারকে প্রত্যাহার  পিরোজপুরের হাজারো সুবিধাবঞ্চিত শিশু-কিশোরসহ মানুষদের নিয়ে সাংস্কৃতি প্রতিযোগিতা