পটুয়াখালীর গলাচিপায় মাদরাসা ছাত্র জিহাদ হত্যার ১২ ঘণ্টার মধ্যে রহস্য উন্মোচন করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। পারিবারিক বিরোধের জের ধরে ১০ বছরের শিশু জিহাদকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে লাশ খালের কচুরিপানার নিচে গুম করার চেষ্টার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন জিহাদের চাচাতো ভগ্নিপতি সোহাগ সর্দার।
গত শনিবার সকালে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডলের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে একমাত্র আসামি সোহাগকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে। গলাচিপা থানা সূত্র এসব তথ্য জানিয়েছে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আখতার মোর্শেদ বলেন, তিন বছর আগে উপজেলার চরকাজল ইউনিয়নের জিনতলা গ্রামের জিহাদের চাচা মো. জলিল মোল্লার মেয়ে সীমা আক্তারের বিয়ে হয় রতনদী-তালতলী ইউনিয়নের মামুনতক্তি গ্রামের মো. বাবুল সর্দারের ছেলে সোহাগ সর্দারের সঙ্গে। বিয়ের কিছুদিন পরই সোগাহের সংসারে আর্থিক অনটন দেখা দিলে স্ত্রী সীমা আক্তারের সঙ্গে মনোমালিন্য শুরু হয়।
একপর্যায়ে সীমা বাপের বাড়ি চলে গেলে এ নিয়ে বিরোধ সৃষ্টি হয়। সোহাগ এ নিয়ে স্ত্রীর সঙ্গে বিভিন্ন সময় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে উত্তেজিত হয়ে সীমাকে হুমকি দেন। এর কয়েক দিন পরই সোহাগ পূর্বপরিকল্পিতভাবে স্ত্রীর ওপর প্রতিশোধ নিতে গিয়ে চাচাতো শ্যালক জিহাদকে হত্যার পরিকল্পনা করেন।
গত বুধবার সন্ধ্যায় রতনদী-তালতলী ইউনিয়নের কাটাখালী বাজার আওয়া সাফিয়া কেরামতিয়া হাফিজিয়া মাদরাসা থেকে ঝাল মুড়ি খাওয়ার কথা বলে ফুঁসলিয়ে গুরিন্দা খালের নির্জন জায়গায় নিয়ে যায়। কিছু সময় অপেক্ষা করে জিহাদকে গলাটিপে হত্যা করে গুরিন্দা খালের জনৈক হাজী শাহজাহানের বাড়ির উত্তর পাশে খালের পূর্ব পারে লাশ কচুরিপানার নিচে চাপা দেন। এ সময় জিহাদের জামা-কাপড়ও পাশের কচুরিপানার মধ্যে লুকিয়ে রাখেন।
তিনি আরো জানান, নিখোঁজ হওয়ার পর বুধবার জিহাদের বাবা গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর সূত্র ধরে বিভিন্ন খোঁজ খবর নিলে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জিহাদের মৃতদেহ উদ্ধার করা হয়। ওই দিনই চাচাতো ভগ্নিপতি সোহাগকে আটক করে জিজ্ঞাসাবাদে জিহাদকে তিনি (সোহাগ) স্ত্রীর ওপর প্রতিশোধ নিতেই হত্যা করেছেন বলে স্বীকার করেন।
পটুয়াখালীর গলাচিপার রতনদী-তালতলী ইউনিয়নে মাদরাসা ছাত্র শ্যালক জিহাদকে (১০) হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভগ্নিপতি সোহাগের বিরুদ্ধে। ওই ঘটনায় সোহাগকে আসামি করে গতকাল বৃহস্পতিবার (২৯ নভেম্বর) একটি হত্যা মামলা দায়ের করেন।
পটুয়াখালি, বিভাগের খবর