৬ মিনিট আগের আপডেট বিকাল ৪:৩১ ; শনিবার ; মার্চ ২৫, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

চিকিৎসা সেবা বঞ্চিত বাউফলের চরাঞ্চলের ২২ হাজার মানুষ

Mahadi Hasan
৭:০৫ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২২

চিকিৎসা সেবা বঞ্চিত বাউফলের চরাঞ্চলের ২২ হাজার মানুষ

মোঃ জসীম উদ্দিন,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: চারদিক নদীবেষ্টিত পটুয়াখালী বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন। ইউনিয়নে রয়েছে ১১টি চর। মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন এ ইউনয়নে প্রায় ২২ হাজার লোকের বসবাস। ওই চর অঞ্চলের অধিকাংশ লোক পেশায় জেলে কিংবা শ্রমিক।

এই হতদরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আজ অবদি নির্মিত হয়নি কোন হাসপাতাল বা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। অবহেলিত  এ জনগোষ্ঠীর একমাত্র ভরসা একটি জরাজীর্ণ কমিউনিটি ক্লিনিকের একজন হেল্ থ কমিউনিটি কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)। ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এই ইউনিয়নের প্রায় ২২ হাজার মানুষ। স্থানীয়রা জানান, একটি ইউনিয়নে তিনটি করে কমিউনিটি  ক্লিনিক থাকার কথা থাকলে এ ইউনিয়নে রয়েছে মাত্র একটি ক্লিনিক।

১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এ ক্লিনিকটি এখন জরাজীর্ণ।  জনবল সংকটে চিকিৎসা সেবার অবস্থা বেহাল। এ ইউনিয়নের ২২হাজার মানুষের স্বাস্থ্য সেবায় সপ্তাহে ৬দিন নিয়োজিত থাকেন একজন প্রোভাইডার (সিএইচসিপি) এবং তিন দিন একজন স্বাস্থ্য সহকারী।

নিয়ম অনুযায়ী ওই ক্লিনিকে সপ্তাহে দুইদিন একজন উপ-সহকারী মেডিকেল অফিসার ও তিনদিন একজন পরিবার কল্যাণ সহকারী (এফ ডব্লিউ এ) থাকার কথা থাকলেও তাদের দেখা মেলেনি কোনদিন। একটি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ৬ হাজার মানুষের স্বাস্থ্য সেবার জন্য প্রতি দুই মাসে দেওয়া হয় ১কিট ঔষধ সামগ্রী।

যা দিয়ে ২২ হাজার মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়া সম্ভব না। সরেজমিনে গিয়ে, চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর ওয়াডেল কমিউনিটি ক্লিনিকে দেখা গেছে, জ্বর,সর্দি-কাশি ও এলার্জিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ওই ক্লিনিকে চিকিৎসা নিতে এসেছেন প্রায় ৪৫/৫০ জন রোগী। যাদের অধিকাংশ বৃদ্ধ, গর্ভবতী মা ও শিশু।

ক্লিনিকের সিএইচসিপি মো. সিদ্দিকুর রহমান তাঁদের প্রাথমিক চিকিৎসা পরামর্শ ও বিনামূল্য ওষুধ দিচ্ছেন।  বিপুল সংখ্যক রোগীকে সেবা দিতে হিমশিম খাচ্ছেন তিনি। এছাড়া রয়েছে ঔষধ সংকটও।

এ সময়ে কথা হয় স্বাস্থ্য সেবা নিতে আসা কচুয়া গ্রামের আকবার হাওলাদারের(৪৭) সঙ্গে। তিনি বলেন, উপজেলা থেকে আমরা বিচ্ছিন্ন ইউনিয়নে বসবাস করি। উপজেলা হাসপাতালে যেতে আমাদের একমাত্র বাহন ট্রলার। উত্তাল তেতুঁলিয়া পাড়ি দিয়ে আমাদের পক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা সেবা গ্রহন করা
সম্ভব না। তাই আমাদের চিকিৎসা সেবার জন্য এক মাত্র ভরসা এই ক্লিনিকের সিদ্দিুকর রহমান।

কথা হয় মাতৃত্বকালীন সেবা নিতে আসা দিয়ারা কচুয়া গ্রামের আসমা বেগম (৩৯), রায়সাহেবের রাবেয়া বেগম (২৯) ও চর ওয়াডেলের ঝুমুর বেগম (২৫)সহ অনেকের সঙ্গে। তাঁরা সবাই অভিন্ন সুরে বলেন, প্রায় ৫-৬

কি.মিটার পথ পায়ে হেটে চিকিৎসা নিতে এই ক্লিিেনকে আসতে হয়। এইউনিয়নে আরো কয়েকটি ক্লিনিক খাকলে আমাদের সিমাহীন এই দুর্ভোগ পোহাতে হত না। এ বিষয়ে চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল কমউনিটি ক্লিনিকের কমউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মো. সিদ্দিকুর রহমান বলেন, চন্দ্রদ্বীপ ইউনিয়নে একটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, একটি পরিবার কল্যাণ কেন্দ্র ও তিনটি কমউনিটি ক্লিনিকের বিপরীতে মাত্র একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে। যার কারনে চিকিৎসা সেবা সাধারন মানুষের দৌঁড়গোরায় পৌঁছানো সম্ভব হচ্ছে না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা বলেন, জনবল ও স্বাস্থ্য কেন্দ্রের সংকট দুর করার জন্য এ ইউনিয়নে দুইটি কমউনিটি ক্লনিকি ও একটি পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপনের কাজ চলছে। অতিদ্রুত তা বাস্তবায়ন করে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে।

পটুয়াখালি, বিভাগের খবর

আপনার মমত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  বরিশালে নানা আয়োজনে গণহত্যা দিবস পালিত  ঝালকাঠি/ চার বছর ধরে রমজানে লাভ ছাড়াই চাল বিক্রি!  শতকোটি টাকা আত্মসাতে আ. লীগ নেতা গ্রেফতার: এলাকায় মিষ্টি বিতরণ  ছাত্রলীগ নেতার কোমরে পিস্তল: ফেসবুকে ছবি ভাইরাল  এক বছরে দুই রমজান: রাখতে হবে ৩৬ রোজা  বিষপানে রোজাদার গৃহবধূর আত্মহত্যা  ডোপ টেস্টে চাকরি হারিয়েছেন মাদকাসক্ত ১১৬ পুলিশ  বরিশালগামী শ্যামলী পরিবহনের চাপায় অটোরিকশাচালক নিহত  ব্রয়লার মুরগির দাম স্থির হলেও, নতুন রেকর্ড গড়েছে দেশি মুরগি  সুপেয় পানি পাচ্ছে না ২৩০ কোটি মানুষ