বার্তা পরিবেশক, অনলাইন:: মালিকানা নিয়ে বিতর্কিত দক্ষিণ চীন সাগরের কাছে অবস্থিত দ্বীপগুলোতে টহলের জন্য যুদ্ধবিমান ও রণতরী মোতায়েন করেছে ইন্দোনেশিয়া। বুধবার দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
বিতর্কিত জলসীমায় চীনা নৌযানের ‘অনুপ্রবেশ’ নিয়ে বেইজিংয়ের সঙ্গে ইন্দোনেশিয়ার কূটনৈতিক বিরোধের পর জাকার্তার এ পদক্ষেপ উত্তেজনা আরো বাড়িয়েছে।
দেশটির সেনাবাহিনী জানায়, প্রেসিডেন্টের সফর উপলক্ষে আটটি রণতরী ও চারটি যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। উইডোডোর এ সফরকে অঞ্চলটির ওপর নিজেদের সার্বভৌমত্ব প্রকাশ হিসেবে দেখা হচ্ছে।
এর আগে শুক্রবার নিয়মিত টহলের অংশ হিসেবে নতুনা দ্বীপপুঞ্জে নৌ, সেনা ও বিমান বাহিনীর প্রায় ৬০০ সদস্য মোতায়েন করা হয়।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলসীমাটি নিয়ে বিরোধ রয়েছে প্রতিবেশী দেশগুলোর মধ্যে। জলসীমার সিংহভাগ অঞ্চলের মালিকানা নিজের বলে দাবি করেছে চীন। অন্যদিকে ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো জলসীমায় নিজেদের অধিকার দাবি করে আসছে।
Other