পিরোজপুর: মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী চেয়ারম্যান মো. নাসির উদ্দিন (৩৫) কে গুলি করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হত্যা চেষ্টার মামলায় বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন যুবলীগ সভাপতি মাইনুল ইসলামসহ তার ৫ সমর্থককে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, গতকাল রবিবার আসামিরা মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট জামিন নামঞ্জুর করে আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। অভিযুক্ত আসামিরা হাইকোর্টের এক মাসের অন্তর্বতীকালীন জামিনে ছিলেন।
প্রসঙ্গত, গত ১২ মে রাতে পৌর শহরের বহেরাতলা কুয়েত প্রবাসি হাসপাতালের সামনে ইসরাত মেডিক্যাল হল নামক একটি ঔষধের দোকানে নবনির্বাচিত চেয়ারম্যান নাসির উদ্দিন ব্যক্তিগত কাজে বসা ছিলেন। এ সময় তাকে হত্যার উদ্দেশে বিদ্রোহী প্রার্থী মাইনুলের নির্দেশে মোটরসাইকেলযোগে আসা আসামিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পিস্তল উচিয়ে দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এ ঘটনার পরদিন চেয়ারম্যন নাসির উদ্দিন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন যুবলীগ সভাপতি মাইনুল ইসলামসহ তার সমর্থক ছয়জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।