বরগুনা: বরগুনার তালতলী উপজেলার বড় বগি ইউনিয়ন পরিষদ (ইউপির) চেয়ারম্যান আলমগীর হোসেনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে ওই ইউনিয়নের ৯ ইউপি সদস্য গণপদত্যাগ করেছেন।
রোববার (১১ সেপ্টেম্বর) সকালে ২ নম্বর ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ মাওলানা আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বড়বগি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর দীর্ঘ প্রায় ৫ বছর ধরে বিভিন্নভাবে দুর্নীতি ও অনিয়ম করে আসছেন। ইউনিয়নে ভিজিএফের তালিকায় ৩ হাজার ৩৯১ জনের মধ্যে বরাদ্দ থাকলেও ইউপি সদস্যদের জনপ্রতি ৯৫টি করে নাম দেওয়া হয়েছে। বাকী নাম চেয়ারম্যানসহ তার দলীয় লোকজনকে দিয়ে আসছেন। এছাড়াও তিনি বিভিন্নভাবে দুর্নীতি ও অনিয়ম করে প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও জানান, ৯ জন ইউপি সদস্য পৃথক পদত্যাগপত্রসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। রোববার ডাক যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর পদত্যাগপত্র পাঠানো হবে। প্রসঙ্গতঃ বড়বগি ইউনিয়ন পরিষদের (ইউপির) নির্বাচনের বাকী মাত্র ৩ মাস।
এ বিষয়ে জানতে বড়বগি ইউনিয়ন পরিষদের (ইউপির) চেয়ারম্যান আলমগীর হোসেনের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
খবর বিজ্ঞপ্তি, বরগুনা