পিরোজপুর: মঠবাড়িয়ার ৬ নম্বর টিকিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউপি সচিবের মাঝে দ্বন্দের জেরে গত তিন দিন ধরে ইউপি কার্যালয়ে তালা ঝুলছে।
অভিযোগ উঠেছে বর্তমান চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ লাবু মৃধা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব বুঝিয়ে না দিয়ে গত ২১ জুন পরিষদে তালা লাগিয়ে চাবি নিয়ে উধাও হয়েছেন। ফলে ইউপি কার্যালয়ের দাপ্তরিক কাজ বন্ধ রয়েছে। এঘটনায় পরিষদের সচিব আশুতোষ চন্দ্র হালদার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন করেছেন।
জানাগেছে, প্রধম ধাপে মঠবাড়িয়ার টিকিকাটা ইউনিয়নর পরিষদেও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে একটি ভোট কেন্দ্র গোলযোগের কারনে ওই ইউনিয়নের ফলাফল ঘোষণা ও গেজেট এখনও হয়নি।তবে নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম রিপন জমাদ্দার ফলাফলে এগিয়ে রয়েছেন।
সচিব আশুতোষ চন্দ্র হালদার অভিযোগে বলেন,বর্তমান চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ লাবু মৃধা গত ২০জুন অফিস চলাকালীন সময়ে পরিষদে ঢুকে আমাকে বলেন, আপনার অফিস করার প্রয়োজন নেই। আপনাকে অঘোষিত ছুটি দেওয়া হয়েছে। অফিসে আসলে আপনাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হবে। এর তিনি কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে চাবি নিয়ে যান।
এ বিষয়ে নৌকা প্রতীকে ফলাফলে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম রিপন জমাদ্দার বলেন, গেজেট ও শপথ না হওয়ায় আমি এখন পর্যন্ত পরিষদে যাইনি। দায়িত্বও বুঝে নিতে পারিনি ।
এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ লাবু মৃধা সাংবাদিকদের জানান, সচিব সাহেব যথারীতি অফিসে না আসায় তাকে চাবি দেওয়া হয়নি।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন জানান, সরকারী অফিস এভাবে কেউ তালা দিয়ে রাখার এখতিয়ার কারও নেই। তালা খুলে ইউপি অফিসের কার্যক্রম পরিচালনা করতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।