বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০১:১৪ অপরাহ্ণ, ১৩ এপ্রিল ২০১৭
আগামী বাজাটে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতন ৫ ভাগ বৃদ্ধির প্রস্তাবের বিরুদ্ধে বরিশালে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। বৃহস্পতিবার বেলা ১১টায় অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের জেলা কমিটির সভাপতি সন্তু মিত্রের সভাপতিত্বে বক্তরা বলেন, এমনিতেই সাধারণ শ্রেণীর অভিভাবকরা তাদের সন্তাদের পড়া-লেখার খরচ যোগাতে নাভিশ্বাস ওঠে। সেখানে অর্থমন্ত্রী উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের বেতন ৫ গুণ বাড়ানোর প্রস্তাব করেছেন।’
মৌলিক অধিকার হিসেবে শিক্ষা যেখানে অবৈতনিক হওয়া উচিত সেখানে উল্টো ৫ গুণ বেতন বাড়ানোর প্রস্তাব পুরোটাই অযৌক্তিক। এমন করা হলে ছাত্র সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তোলতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তরা।’
বক্তব্য রাখেন- সংগঠনের জেলা কমিটির দপ্তর সম্পাদক মামুন হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের হাসিবুল ইসলাম এবং বাসদ জেলা সমন্বয়ক বদরুদ্দোজা সৈকত প্রমুখ।”