১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ছাত্রলীগ কমিটিতে সবাই স্বাধীনতাবিরোধী

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, ০৬ আগস্ট ২০১৬

পিরোজপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটির প্রায় সবাই স্বাধীনতা বিরোধী, অছাত্র, খুনি, মাদকাসক্ত ও দোকানদার বলে দাবি করেছেন স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান)। এটিকে তিনি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলেও অভিহিত করেছেন।

শুক্রবার রাজধানীতে একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তিনি এসব অভিযোগ করেন।

তিনি বলেন, ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। আমি ছাত্রজীবনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ছিলাম। সে সংগঠনের আমার জেলার কমিটি গঠিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে। এই কমিটিতে প্রায় সবাই স্বাধীনতা বিরোধী, অছাত্র, খুনি, মাদকাসক্ত ও দোকানদার। এটি কোনোভাবেই বঙ্গবন্ধুর তৈরি ছাত্রলীগ হতে পারে না।

ছাত্রলীগের এই কমিটি কীভাবে আন্তর্জাতিক ষড়যন্ত্র হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, জামায়াতের সাঈদী (দেলাওয়ার হোসাই সাঈদী) আমার আসনের। আমি তাকে নির্বাচনে পরাজিত করেছি। তাছাড়া যুদ্ধাপরাধে তার রায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ আমার জেলায় হতে দেইনি। জামাত-শিবির ক্ষোভ মেটানোর জন্য বিভিন্নভাবে চক্রান্ত করে ছাত্রলীগের কমিটিতে ঢুকেছে।

জেলার সরকারি কর্মকর্তাদেরও সমালোচনা করে তিনি বলেন, পিরোজপুর জেলায় সরকারি কর্মকর্তাদের কার্যকলাপ ভালো না। তাদের কাছে মানুষ কোনো সুবিচার পায় না। কর্মকর্তারা কোনো সামাজিক, উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ কোনো লিগ্যাল কাজের জন্য এগিয়ে আসে না। আমি প্রশাসনের কোন ধরনের সহযোগীতা পাই না।

বিষয়গুলো সংশ্লিষ্ট আওয়ামী লীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমি জানিয়েছি, তারা বলেছেন দেখব।

21 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন