ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাকিব হাসান (২২) নামে ছাত্রলীগের এক কর্মীকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। বুধবার রাত ৯টার দিকে উপজেলার গোলাকান্দাইল হাটসংলগ্ন কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। রাকিব হাসান ওই এলাকার হারুন মিয়ার ছেলে ও গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রলীগের কর্মী।
এদিকে রাকিবের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার দাবিতে ছাত্রলীগ কর্মীরা বিক্ষোভ করেছেন। এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাহাবুবুর রহমান জানান, রাতে একদল সন্ত্রাসী ধারাল অস্ত্র নিয়ে রাকিবের ওপর হামলা চালায়। এতে তার বাম হাতটি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে খুনিরা পালিয়ে যায়।
স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী জানান, এলাকা ও পরিবহণে চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ আধিপত্য বিস্তার নিয়ে গোলাকান্দাইল ইউনিয়ন শ্রমিক লীগ নেতা দেলোয়ার হোসেনের সঙ্গে ছাত্রলীগ কর্মী রাকিব হাসানের বিরোধ চলে আসছিল। এর জেরেই রাত ৯টার দিকে দেলোয়ার হোসেনসহ তার বাহিনীর ৮-১০ মোটরসাইকেলে এসে রাকিবকে হত্যা করে পালিয়ে যায়।
উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মঈন বলেন, রাকিব হাসান ছাত্রলীগের কর্মী। তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান তিনি।রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
দেশের খবর