ছাত্রলীগ ছেড়ে ছাত্রদলে তারা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ও চরহাজারী ইউনিয়নের দুই ছাত্রলীগ নেতা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়কের পদ পেয়েছেন।
তারা হলেন চরপার্বতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন রাহাদ ও চরহাজারী ইউনিয়ন ছাত্রলীগের ১ নম্বর সদস্য ইকবাল হোসেন জাবেদ।
তাদের কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচিতে দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণ করতে দেখা গেছে।
ছাত্রদলের সদ্য ঘোষিত দুই ইউনিয়নের আহ্বায়ক কমিটিতে তাদের পদপ্রাপ্তির বিষয়টি কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এমরান হোসেন সাগর ও সদস্য সচিব নুর উদ্দিন রুবেল নিশ্চিত করেছেন।
দেলোয়ার হোসেন রাহাদ ও ইকবাল হোসেন জাবেদ জানান, সরকারি মুজিব কলেজে ভর্তি নিশ্চিত হওয়া ও পারিবারিক নিরাপত্তার জন্য বাধ্য হয়ে ছাত্রলীগ করতে হয়েছে তাদের। কিন্তু তারা আগেও ছাত্রদল করেছেন, এখনো করছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে নিজ যোগ্যতায় এসেছেন বলে দাবি করেন তারা।
বিষয়টি জানতে চরপার্বতী ছাত্রলীগ সভাপতি সাকিল ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও সংযোগ পাওয়া যায়নি।
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না বলেন, ‘আমি বিষয়টি এখনো জানি না। বিস্তারিত জেনে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
দেশের খবর