বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৫:০২ অপরাহ্ণ, ২৬ সেপ্টেম্বর ২০২৩
ছাত্রলীগ নেত্রীর বক্তব্যে ক্ষুব্ধ রাবির ভিসি, প্রো-ভিসি
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মন্নুজান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারজানা শশীর ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যে ক্ষুব্ধ প্রশাসন। তার দেওয়া বক্তব্যে ‘সীমা লঙ্ঘন’ হয়েছে বলে মন্তব্য করেছেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম। তিনি বলেছেন, এ ধরনের বক্তব্য অপ্রত্যাশিত। যার জন্য যেটি প্রযোজ্য নয়, যা তার এখতিয়ারভুক্ত নয়, সে বিষয়ে কথা না বলাই শ্রেয়।
অবৈধভাবে হলে থাকায় গত বৃহস্পতিবার রাবির রহমতুন্নেছা হল শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না আক্তার তন্নীকে হল ছাড়ার নির্দেশ দেয় প্রশাসন। পরদিন সহযোগীদের নিয়ে হলগেটে তালা দেন তিনি। এ ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।
এতে ক্ষুব্ধ হয়ে শনিবার ফেসবুক লাইভে সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়েন ফারজানা শশী। এক পর্যায়ে ‘ভিসি-প্রো-ভিসি, প্রক্টর এবং ছাত্র উপদেষ্টাকে আওয়ামী পরিষদ থেকে নিয়োগ দেওয়াই শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত’ বলেও মন্তব্য করেন তিনি।
তার এই মন্তব্যের বিষয়ে জানতে চাইলে সোমবার রাবির উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক সুলতান বলেন, ‘সীমা লঙ্ঘন করেই এ কথা বলা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘তারা এটাও জানে না যে, প্রধানমন্ত্রী নিয়োগ দেন না। প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে নিয়োগ দেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর বিষয়ে এ ধরনের প্রশ্ন তোলা সমীচীন নয়। এ ধরনের কথা বলার আগে আমরা এটুকু চিন্তা করব, কথাটা বলা ঠিক কিনা। ভবিষ্যতে তারা যেন এ ধরনের কাজ থেকে বিরত থাকে, এটাই আশা করব।’
রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, আমাদের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই। তারা জানে না, কার সম্পর্কে কী কথা বলতে হয়! সবারই একটা সীমার মধ্যে থাকা উচিত।’ তিনি আরও বলেন, ‘এ ধরনের অর্বাচিত কোনো কথার আমি জবাব দিতে চাই না। শিক্ষক হিসেবেও এটি নিজের জন্য লজ্জার বিষয়। আমরা প্রশাসনিকভাবে বিষয়টি দেখব।’