বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৯ অপরাহ্ণ, ২৯ আগস্ট ২০২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সোনাহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক মঞ্জুরুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার সাময়িক বরখাস্তের পত্র অভিযুক্ত শিক্ষককে দেওয়া হয়।
এর আগে বুধবার শ্লীলতাহানির অভিযোগ এনে শিক্ষার্থীরা বিক্ষোভ করে এবং লিখিত অভিযোগ দেয় দুপুরে। অভিযোগের ভিত্তিতে সন্ধ্যায় বিদ্যালয় পরিচালনা কমিটির এক জরুরি সভা ডাকা হয়। সভায় সর্বসম্মতিক্রমে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্তের এ সিদ্ধান্ত গৃহীত হয়।
অভিযোগে জানা যায়, কয়েক দিন আগে সোনাহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক মঞ্জুরুল আলমের কাছে প্রাইভেট পড়তে যায় দশম শ্রেণির এক ছাত্রী। ওই ছাত্রীকে একা পেয়ে অনৈতিক উদ্দেশ্যে শরীর স্পর্শ ও কুপ্রস্তাব দেয় শিক্ষক মঞ্জুরুল আলম এবং এ ঘটনা কাউকে জানাতে নিষেধ করেন তিনি।
পরে ভুক্তভোগী ছাত্রী তার এক বান্ধবীকে ঘটনাটি জানায়। ধীরে ধীরে ঘটনাটি সব শিক্ষার্থীর মাঝে পৌঁছে গেলে বুধবার দুপুরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অভিযুক্ত শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে। একপর্যায়ে প্রধান শিক্ষকের কক্ষে অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে রেখে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মঞ্জুরুল আলমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর লিখিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় পরিচালনা কমিটি।