বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৮:২০ অপরাহ্ণ, ১১ জুন ২০২০
বার্তা পরিবেশক, অনলাইন :: রাজবাড়ী জেলা শহরের ভাজনচালা এলাকায় ছাদ থেকে লাফিয়ে করোনা আক্রান্ত রোগী তপন দত্ত (৪২) আত্মহত্যা করেছেন। তিনি জেলা শহরের বিনোদপুরের ভাজনবাড়ী গ্রামের মৃত নিত্যলাল দত্তের ছেলে এবং রাজবাড়ী বাজারের একজন জাল ব্যবসায়ী।
থানা পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গতকাল বুধবার তপন দত্তের করোনা পজিটিভ আসে। এরপর থেকে তিনি তার নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। আজ বৃহস্পতিবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটের সদস্যরা তপন দত্তের বাড়িতে যান তাকে হাসপাতালে আনতে এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করতে। তবে সে সময় স্বাস্থ্য বিভাগের সদস্যদের আগমনের খবর পেয়ে তপন আত্মগোপন করে। পরবর্তীতে বিকালে পুনরায় স্বাস্থ্য বিভাগের সদস্যরা সেখানে যান। তবে তপন কৌশলে পার্শ্ববর্তী ভাজনচালা গ্রামের জনৈক রাশেদুজ্জামান আজিমের নির্মাণাধীন বাড়ির তৃতীয় তলার ছাদ থেকে লাফিয়ে পরে আত্মহত্যা করে।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, তপনের মরদেহ উদ্ধার করা হয়েছে।