২ িনিট আগের আপডেট সন্ধ্যা ৭:২ ; বুধবার ; নভেম্বর ২৯, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

ছারছীনা দরবারের সূফীর ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
৫:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৭

শতাব্দীর ঐতিহ্যধন্য ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া ই ইসলামিয়ার স্বনামধন্য সুযোগ্য সাবেক মুহাদ্দিস মাওলানা আবদুর রশীদ (সূফী সাহেব) হুজুর ইন্তেকাল করেছেন। সোমবার সন্ধ্যায় বার্ধ্যাক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্তেকালের সময় তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর।

মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। তিনি ১৯৪০ সালে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সাপলেজায় জন্মগ্রহণ করেন । ছারছীনা মাদরাসায় কামিল পর্যন্ত অধ্যয়ন করেন। সেখানেই ১৯৬৫ সালে মুহাদ্দিস হিসেবে যোগদান করেন। সুদীর্ঘ ৫৬ বছর তিনি ছারছীনায় খেদমত করেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত ছারছীনা দরবার শরীফের মসজিদের ইমাম ও খতীব হিসেবে অধিষ্ঠিত ছিলেন এবং বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর নায়েবে আমীর ছিলেন।

 

তিনি ছারছীনা শরীফের প্রতিষ্ঠাতা কুতুবুল আলম আল্লামা নেছারুদ্দিন আহমদ (রহঃ)এর হাতে প্রথম বয়াত গ্রহণ করেন- তারপর মুজাদ্দিদে সূফী আবু জাফর মেসাহাম্মাদ ছালেহ (রহ:) এর হাতে তাজদিদী বয়াত গ্রহণ করেন এরপর বর্তমান হযরত পীর ছাহেব কেবলার হাতে তাজদিদী বয়াত গ্রহণ করেন। তাঁর আমল, আখলাক, পীরের প্রতি ভক্তি, শ্রদ্ধার কারণে পীর ছাহেব কেবলা তাকে “সূফি সাহেব” উপাধিতে ভূষিত করেন। এরপর থেকেই তিনি সূফি সাহেব হুজুর হিসেবেই খ্যাত। দেশ-বিদেশে তাঁর অসংখ্য অগণিত ছাত্র ও ভক্তবৃন্দ রয়েছেন।

মঙ্গলবার বাদ জোহর ছারছীনা দরবার শরীফে তাঁর নামাজে জানাযা শেষে সকাল ১১ ঘটিকায় তাঁর নিজ বাড়ি মঠবাড়িয়ার সাপলেজায় নামাজে জানাযা ও দাফন অনুষ্ঠিত হয়।

ছারছীনা পীর ছাহেব কেবলার শোক:

ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব এক শোকবার্তায় বলেন- মাওলানা আবদুর রশীদ সূফী সাহেব হুজুর ছারছীনা দরবারের একজন উজ্জল নক্ষত্রতূল্য ছিলেন। তাঁর মৃত্যুতে আমি অত্যন্ত শোকাহত ও মর্মাহত তাঁর মৃত্যুতে দরবার শরীফের একটি অপূরণীয় ক্ষতি হলো। যা কোনদিন পূরণ হবার মত নয়। তিনি আমার ওস্তাদও ছিলেন। আমি দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত এর সুউচ্চ মাকাম দান করেন এবং তাঁর আত্মীয়-স্বজনকে ধৈর্য্যধারণ করার তৌফিক দান করেন।

ছারছীনার বড় শাহ ছাহেব হুজুরের শোক:

মাওলানা আবদুর রশীদ সূফী সাহেব হুজুর এর মৃত্যুতে আমি অত্যন্ত শোকাহত ও মর্মাহত। তিনি আমাদের মুরুব্বী ছিলেন এবং ওস্তাদ সমতূল্য ছিলেন। দরবার শরীফের একনিষ্ঠ খাদেম ছিলেন। তাঁর রূহের মাগফেরাত কামনা করি আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ স্থান দান করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।

আমতলী কেন্দ্রীয় মসজিদের খতীবের শোক:

আমতলী কেন্দ্রীয় মসজিদের খতীব মাওলানা আবু জাফর মোঃ শামসুদ্দোহা এক শোকবানীতে বলেন- মাওলানা আবদুর রশীদ সূফী সাহেব হুজুর আমার শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন। তাঁর ইন্তেকালে আমি গভীর ভাবে শোকাহত। তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি ও তাঁর রূহের মাগফিরাতের জন্য আমি দোয়া করি আল্লাহপাক যেন তাকে জান্নাতের উচ্চ স্থান দান করেন। তাঁর আত্মীয় স্বজনকে যেন সবরে ইখতিয়ার তথা ধৈর্য্যধারণ করার তৌফিক দান করেন।”

খবর বিজ্ঞপ্তি, টাইমস স্পেশাল, পিরোজপুর

আপনার ত লিখুন :

 

ই বিের ও সা
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  বরিশালে অটোপাসের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের নিয়ে মিছিলে গেলেন প্রধান শিক্ষক  হিজলায় নৌকা প্রতিকের মনোনয়ন পত্র দাখিল সম্পন্ন  বরিশালে মিছিল থেকে মহানগর বিএনপির আহ্বায়কসহ গ্রেপ্তার ৫  আমিই আওয়ামী লীগের অরিজিনাল প্রার্থী: পানিসম্পদ প্রতিমন্ত্রী  পিরোজপুর-৩ মঠবাড়িয়ার নৌকার মাঝি আশরাফুর রহমানের মনোনয়নপত্র দাখিল  মঠবাড়িয়ায় স্বামীর ঋণের বোঝা নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন ৩ সন্তানের জননী  বামনায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা  কলাপাড়ায় ৪০ জন নারী পেলো সেলাই মেশিন  আমতলীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু  প্রধানমন্ত্রী উপদেষ্টা পদ থেকে সজীব ওয়াজেদ জয়ের পদত্যাগ