৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

ছারছীনা দরবার শরীফের বার্ষিক মাহফিল কাল শুরু

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৫:৪১ অপরাহ্ণ, ২৮ নভেম্বর ২০২৩

ছারছীনা দরবার শরীফের বার্ষিক মাহফিল কাল শুরু

পিরোজপুর, প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে কাল বুধবার শুরু হচ্ছে ছারছীনা দরবার শরীফের তিন দিনব্যাপী ১৩৩তম বার্ষিক ঈছালে ছওয়াব মাহফিল। শুক্রবার বাদজুমা আখেরি মোনাজাতের মধ্যদিয়ে এ ধর্মীয় সমাবেশের সমাপ্তি ঘটবে। আজ মঙ্গলবার মাগরিব বাদ ছারছীনার পীর মাওলানা শাহ্ধসঢ়; মোহাম্মদ মোহেবুল্লাহ উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের সূচনা করবেন।

দারুচ্ছুন্নাত আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. শরাফত আলী জানান, প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পর মুসল্লিদের উদ্দেশে বয়ান করবেন ছারছীনার পীর। ইতিমধ্যে মাহফিলের জন্য বিশাল প্যান্ডেল নির্মাণসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি বাস, লঞ্চ, ট্রলার যোগে মাহফিল মাঠে আসতে শুরু করেছেন। মাহফিল দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগন ওয়াজ নসিহত করবেন। আগামী শুক্রবার বাদজুম আখেরি মোনাজহত অনুষ্ঠিত হবে।

215 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন