একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬টি সংসদীয় আসনের সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
তিনি বলেন, ‘এসব আসনের সবগুলো কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে। শহর ও সিটি করপোরেশন এলাকায় দৈব চয়নের মাধ্যমে এসব আসন নির্ধারণ করা হবে।’
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ৪০তম কমিশন সভা শেষে শনিবার সন্ধ্যায় এসব কথা বলেন ইসি সচিব।
তিনি বলেন, ‘২৮ নভেম্বর নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সামনে লটারির মাধ্যমে এ ছয়টি আসন নির্ধারণ করা হবে।
পুনঃতফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর।
নির্বাচন এক্সপ্রেস