সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বরিশালে গণ-অনশন করেছে ন্যাশনাল পিপলস পার্টিসহ ১০ দলীয় জোটের নেতাকর্মীরা। শনিবার বেলা ১১টার দিকে নগরীর অশি^নী কুমার হলের সামনে এ কর্মসূচি পালিত হয়।
ন্যাশনাল পিপলস পাটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সভাপতি ডা. হুমাউন কবিরের সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন- গণ-অনশন কর্মসূচির বিশেষ অতিথি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগর সভাপতি এ.বি.এম মাসুদ, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও সাধারণ সম্পাদক মহানগর মেহেদি হাসান রনি।
এছাড়া আরো বক্তব্য রাখেন ১০ দলীয় জোটের আসরাফ হোসেন আফজাল, পটুয়াখালী জেলা সভাপতি সেলিম তালুকদার, গিয়াস উদ্দিন ভূইয়া ও মো. তুষার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, একটি রাজনৈতিক দল সন্ত্রাস, আর জঙ্গিবাদের মাধ্যমে রাজনীতির মাঠের পালা বদল করতে চায়।
নিরীহ মানুষ হত্যা করে কোন দিন কোন দল ক্ষমতায় যেতে পারেনি। যারা জঙ্গিবাদের মাধ্যমে ক্ষমতায় যেতে চান, তাদের এই স্বপ্ন দেখা বাদ দেয়ার আহবান জানান বক্তারা।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর