বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৫:৩৩ অপরাহ্ণ, ২৪ জুলাই ২০১৬
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সরকারের কঠোর অবস্থানের কারণে জঙ্গিবাদ বাংলাদেশে কখনও মাথাচারা দিয়ে উঠতে পারবে না।
আজ রবিবার ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য বিভাগ আয়োজিত উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ ও সফল চাষীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
ঝালকাঠি জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতান হোসেন খান, জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিষ কুমার মল্লিক প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী ঝালকাঠি সদর উপজেলার সফল পাঁচজন মৎস্য চাষীকে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এর আগে শিল্পমন্ত্রী সদর উপজেলার উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন।
আমির হোসেন আমু বলেন, ২০১৪ সালে যারা নির্বাচন বাঞ্চাল করতে চেয়েছিল, তারাই ২০১৫ সালে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করেছে। আজকে সেই অপশক্তির আশ্রয়-প্রশ্রয় ও প্ররোচনায় নতুনভাবে গুপ্তহত্যা শুরু হয়েছে।
জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, প্রত্যেক নাগরিক নিজের ও দেশের সার্থে ঐক্যবদ্ধভাবে অপশক্তি ও জঙ্গিবাদ মোকাবেলায় কাজ করতে হবে। জঙ্গিবাদ দমনে পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী।
শিল্পমন্ত্রী বলেন, আমাদের দেশ সর্বক্ষেত্রে সমৃদ্ধশালী। ২০২১ সালের আগেই আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছি। যারা দেশের উন্নয়ন দেখতে পারেনা, তারাই অপশক্তিদের আশ্রয় দিয়ে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে।