বরিশাল: বরিশাল কমিউনিটি পুলিশিং সমাবেশ হয়েছে। রোববার বিকেলে নগরীর সদর রোডের অশি^নী কুমার হলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন। সমাবেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধে সাধারণ জনগণকে সব ধরনের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানানো হয়।
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন মেট্রোপলিটনের উপ-কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সন্ত্রাস আর জঙ্গীবাদসহ যেকোন রাষ্ট্রবিরোধী কার্যক্রমে কমিউনিটি পুলিশিং যথেষ্ট ভূমিকা পালন করতে পারেন। এছাড়াও রাষ্টের প্রতিটি নাগরিকের দায়িত্ব অপরাধ রোধে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার। এতে করে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের দায়িত্ব পালনে সহায়ক হবে।
বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ প্রশাসক খান আলতাফ হোসেন ভুলু, বিএমপি উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম কুমার পাল, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট আফজালুল করিম, কোতয়ালী কমিউনিটি পুলিশং সমন্বয় কমিটির আহ্বায়ক শিল্পপতি বিজয় কৃষ্ণ দে ও কোতয়ালি থানা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সদস্য সচিব মাহমুদুল হক খান মামুন।’