জঙ্গিযোগের সন্দেহে নিজের ২ ছেলেকে পুলিশ হেফাজতে দিয়েছেন এক পিতা। তাঁরা হলেন- রাজধানীর পূর্ব কাজীপাড়া হাজী আলমগীর হোসেনের ছেলে দ্বীন ইসলাম ওরফে দিনু (২৬) এবং সালমান সাজীদ (২৪)।
শনিবার সন্ধ্যা সাড়ে তাদের সংশ্লিষ্ট কাফরুল থানা পুলিশে সোপর্দ করা হয় জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার মো. মাসুদুর রহমান বলেন- বলেন- “বাংলাদেশ পুলিশের জঙ্গিবিরোধী কার্যক্রমের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সন্দেহভাজন জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকায় ২ পুত্রকে থানায় সোপর্দ করেছেন ওই পিতা।”
স্থানীয় সাংসদ কামাল আহমেদ মজুমদারের এসময় উপস্থিতি ছিলেন বলে জানান তিনি।
পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মাসুদ আহমেদ বলেন- তারা দুজন উগ্র ধর্মীয় মতাদর্শে বিশ্বাসী হয়েছে বলে তাদের বাবা মনে করছেন। যে কারণে সন্তানদের স্বাভাবিক জীবনে ফেরাতে পুলিশের দারস্থ হয়েছেন তিনি। তার এই কান্ডে সাধুবাদ জানিয়েছে পুলিশ।
সংশ্লিষ্ট কাফরুল থানার উপ-কমিশনার (এসআই) সুজন কর্মকার বলেন ২ ভাই থানায় পুলিশের হেফাজতে রয়েছে। তারা কোনো জঙ্গি কর্মকাণ্ডে জড়িত কিনা সেটা নিশ্চিত হওয়ার পর তাদের ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”
জাতীয় খবর