বাঙালি জাতি কখনো ফিসফিস করে কথা বলেনি। কিন্তু স্বৈরাচারী হাসিনার কারণে এখন ফিসফিস করে কথা বলছে বাঙালি। জনগণের বাক স্বাধীনতা কেঁড়ে নেয়া হয়েছে, মনে ভীতি সৃষ্টি করছেন।
রোববার বরিশাল নগরীতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।’’
বিকালে নগরীর বিডিএস মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় তিনি বলেন- আগে ‘স্বৈরাচারী সরকার পতনে ছাত্র ও শ্রমিক সংগঠন বেশি ভূমিকা রেখেছিল। কিন্তু এখন ছাত্র ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা সেই ভূমিকা পালন থেকে সরে এসেছে।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের বরিশাল শাখার আয়োজনে নির্বাচন কমিশন শক্তিশালীকরণ ও নির্বাচন সহায়ক সরকার গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আমির খসরু বলেন, ‘শেখ হাসিনা দেশ থেকে জনগণ বিদেশে পাঠিয়ে দেশ দখলের প্রকল্পও নিয়েছেন।’
দেশকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসারও আহবান জানান তিনি।
বিএনপির এই নেতা বলেন, ‘আমরা আওয়ামী লীগের নেগেটিভ পলিটিক্সকে আমাদের পজিটিভ পলিটিক্স দিয়ে পরাজিত করতে পারব। কারণ বাংলাদেশের মানুষের চিন্তাচেতনা পজিটিভ। আওয়ামী লীগের নেগেটিভ পলিটিক্সকে মানুষ পছন্দ করে না, এ কারণে তারা ক্ষুব্ধ। মানুষের এ ক্ষোভকে আমরা কাজে লাগাতে চাই। আর এ জন্য পেশাজীবীদের সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে।’
সংগঠনের বরিশাল শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. আজিজ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, সাবেক সাংসদ মেজবাহ্ উদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলার সভাপতি এবায়দুল হক চাঁন ও সম্পাদক আবুল কালাম শাহীন, মহানগরের সম্পাদক জিয়াউদ্দিন সিকদার প্রমুখ।
শিরোনামখবর বিজ্ঞপ্তি, টাইমস স্পেশাল, বরিশালের খবর