স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ নাথ এমপি বলেছেন-জননেত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে । অপশক্তির যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল পৌর শহীদ মিনার চত্বরে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মীর্জা আনোয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে কর্মী সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম এ রাকিব শামীম, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাহার আহমেদ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ডিসেম্বরে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারের উন্নয়ন কর্মকাÐ জনগণের সামনে তুলে ধরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীকে ঘরে ঘরে গিয়ে নৌকার পক্ষে ভোট চাইতে হবে।
সভায় টাঙ্গাইল শহর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগসহ জেলার ১২টি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জাতীয় খবর