১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

জনপ্রিয় হিরণের যে ছবি ফেসবুকে ভাইরাল!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৩৫ অপরাহ্ণ, ১৬ এপ্রিল ২০১৭

বরিশালবাসীর জনপ্রিয় মানুষ সাবেক সিটি মেয়র শওকত হোসেন হিরণের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল সৃষ্টি হয়েছে। ওই ছবিটি সম্প্রতি কয়েক শ ফেসবুক একাউন্ট থেকে পোস্ট করার তাতে লাইক শেয়ারের ঝড় বইছে।

বিশেষ করে বরিশাল ছাত্রলীগের নেতাকর্মী বেশিমাত্রায় শেয়ার করছেন। এমনকি নিজেদের মতও তুলে ধরছে নেতার স্বপক্ষের কমেন্ট করে।

মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি হিরণ তার স্ত্রী (বর্তমান) সাংসদ জেবুন্নেছা আফরোজকে বুকে জড়িয়ে রাখছেন এমন ছবিটি সম্ভবত শনিবার পোস্ট করা হয়।

অনেকে ওই ছবিটিতে লাইক করে কমেন্ট করছেন এটা হিরণ-জেবুন্নেছার বিয়ে ছবি।

রিহণভক্ত একাধিক ছাত্রলীগ নেতাকর্মী ওই ছবিটিতে মন্তব্য করেছেন- আমাদের সকলের প্রিয় নেতা শওকত হোসেন রিহণ পরিবারকে যেমন ভালবাসতেন, বাইরের মানুষের কাছেও তেমনি উদার হিসেবে পরিচিত ছিলেন।’’

18 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন