১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

জনাকীর্ণ ব্রিজে বোমা হামলা, নিহত ৩০

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, ০৭ জানুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন:: নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের একটি জনাকীর্ণ ব্রিজে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ৩৫ জন।

স্থানীয় সময় সোমবার বিকাল ৫টার দিকে গামবরু শহরের মার্কেট সংলগ্ন ব্রিজটিতে ওই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ভোয়া।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভোয়া জানায়, এই হামলায় কমপক্ষে ৩০ জন নিহত এবং আরো কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন।

মোদু আলী সাইদ নামের এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, ‘আমি বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শুনে ছুটে আসি। এসে দেখি এসে দেখি আমার বহু বন্ধু ও সহকর্মী নিহত হয়েছেন। এই হতাশাজনক ও ধ্বংসাত্মক ঘটনাটি প্রত্যক্ষ করা আমাদের আমাদের সম্প্রদায়ের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে নাইজেরিয়ায় সাধারণতঃ বোকো হারাম ও আইএসের স্থানীয় সংগঠন ইসওয়াপ নামের জঙ্গি গোষ্ঠী দুটিই সেখানে এ ধরনের হামলা চালিয়ে থাকে।

15 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন