সারাদেশে ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হচ্ছে। তবে নূর হোসেনের নিজ জেলা পিরোজপুরে এ দিবসটি উপলক্ষে কোনো আয়োজন নেই। শুধু এ বছরই নয়, কোন বছরই এ দিবসটি পালন করা হয় না। দিবস পালন দূরের কথা, এ শহীদকে নিয়ে ভাবার সময় নেই কোনো সংগঠনের। নূর হোসেন আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের কর্মী ছিলেন। কিন্তু বর্তমানে যুবলীগ কর্মীদের অনেকে জানেই না নূর হোসেনের পরিচয়।
নূর হোসেনের জন্মভিটা জেলার মঠবাড়িয়া উপজেলার ঝাটিবুনিয়া গ্রামে। সেখানে তার নামে একটি নামমাত্র ক্লাব রয়েছে। সে ক্লাবের উদ্দ্যোগে এ দিবস উপলক্ষে যেন তেন ভাবে একবার মিলাদ পড়ানো হয়। এটাই দিবসটি উপলক্ষে একমাত্র আয়োজন।
এ বিষয়ে কথা বলার জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহম্মেদ ফেরদোসকে সকাল ১১টার দিকে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। এসময় তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়। সাধারণ সম্পাদক অজিজুল হক সেলিম মাতুব্বরকে বার বার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। প্রতি বছরের মতো এ বছরও শহীদ নূর হোসেন দিবস পালিত হয়নি পিরোজপুর জেলা শহরেও।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও নবগঠিত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী জানান, ১০ নভেম্বর তাদের দলীয় কোনো কর্মসূচী নেই।