জন্ম নিল দুই মাথাওয়ালা বাছুর
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ময়মনসিংহের গৌরীপুরে একটি গাভি দুই মাথার একটি বাছুর জন্ম দিয়েছে। যার দুটি মুখ ও চোখ চারটি। গতকাল বৃহস্পতিবার উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দামগাও এলাকার কৃষক আব্দুল মোতালেবের গাভি বাছুরটির জন্ম দেয়।
আব্দুল মোতালেব মিয়া জানান, তিনি দশ বছর আগে ৮ হাজার টাকা দিয়ে গাভিটি কিনেছিলেন। এরপর গাভিটি পর্যায়ক্রমে চারটি বাছুর জন্ম দিয়েছে। পঞ্চমবারে গাভিটি এমন বিরল বাছুর প্রসব করল। জন্ম নেওয়া বাছুরটির দুটি মাথা, চারটি চোখ, দুটি মুখ, দুটি কান ও চারটি পা রয়েছে।
জন্ম নেওয়ার পর থেকে বাছুরটি দাঁড়াতে পারছে না। চামচ দিয়ে বাছুরের মুখে দুধ তুলে খাবার খাওয়ানো হচ্ছে।’ গৌরীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ নাজিমুল ইসলাম জানান, সাধারণত জ্বিনগত ত্রুটি অথবা নির্দিষ্ট কোনো ভিটামিন, মিনারেলের অভাব কিংবা গর্ভকালীন সময়ে কোনো সংক্রামক রোগের কারণে এটা হতে পারে। এমন বাছুর প্রসব খুব একটা দেখা যায় না।’
বাছুটি বাঁচবে কিনা- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে খামারিকে বাছুরটিকে পর্যাপ্ত দুধ খাওয়ানের কথা বলা হয়েছে।’
দেশের খবর