বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৬:৫৬ অপরাহ্ণ, ২৮ মার্চ ২০১৭
ভিটেবাড়ি থেকে উচ্ছেদ করতে ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল ইউপির চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন ও তার ভাই টুটুলসহ তাদের ক্যাডার বাহিনী এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের ওপর অত্যাচার-নির্যাতন চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহীদ মুক্তিযোদ্ধা জালাল আহম্মেদের কন্যা নুর নাহান বেগম এসব অভিযোগ করেন।
তিনি অভিযোগে করে বলেন- আমি নীলকমল ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড’র চরযমুনা গ্রামে ২০ শতাংশ খাস জমিতে গৃহ নির্মাণ করে দীর্ঘদিন যাবত বসবাস করছি ওই জমি থেকে আমাকে উচ্ছেদ করে দখল করার জন্য নীলকমল ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন তার ভাই টুটুল ও স্থানীয় সন্ত্রাসী দিয়ে আমার বসত ঘরের সামনে কাটা দিয়ে বেড়া দিয়ে রান্না করা চুলা ভেঙে ফেলেছে।”
আমার টিউবওয়েলের পানির লাইন কেটে দিয়েছে এবং আমাকে খুন করার হুমকি দিচ্ছে। এছাড়া লিখন চেয়ারম্যান আমাকে বিভিন্ন ভাবে অপমান করেন এবং বাড়ী ঘর ছেড়ে যেতে বলেন। বাড়ী ঘর না ছাড়লে আমার ও আমার পরিবারের ক্ষতি করবেন বলে হুমকি দিয়ে আসছেন। বিষয়টি নিয়ে নির্বাহী কর্মকর্তা ও চরফ্যাশন থানায় গিয়েও কোন বিচার পায়নি। তাই আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে স্বাধীনতার মাসে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সু-বিচার দাবি করছি।’’
এসময় মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্লা আবুল কালাম আজাদ জানান- স্বাধীনতার মাসে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর একজন চেয়ারম্যান এই ভাবে নির্যাতন করতে পরেনা। আমি উপজেলা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সাংবাদিক ভাইদের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রীর দৃষ্টি কামনা করছি।’’
বিষয়টি ফয়সালা না হলে চরফ্যাশনের মুক্তিযোদ্ধারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
সংবাদ সমম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্লা আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সার্জন এম এ কাশেম, তথ্য ও প্রচার সম্পাদক আ.মালেক, মুক্তিযোদ্ধা মজিবুল হক, রফিকউল্যাহ, আ. মোতালেব, সেরাজল হক ও আব্দুর রব প্রমুখ।”