জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী গ্রামে রোববার সন্ধ্যায় রিপন বিশ্বাস (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
সে ওই গ্রামের আলী আকবর বিশ্বাসের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে আহত রিপন এর বাবা আলী আকবর বিশ্বাস বাদী হয়ে এ ঘটনায় একই গ্রামের জালাল বিশ্বাস (৩৫), মো. সোহেল বিশ্বাস (৩২), জুয়েল বিশ্বাস (৩০), বেল্লাত আলী বিশ্বাস (৬০) ও রিপন হাওলাদারসহ (৩৩) ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে উজিরপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জয়শ্রী গ্রামের আলী আকবর বিশ্বাসের সাথে দীর্ঘদিন ধরে তার প্রতিপক্ষ একই গ্রামের বেল্লাত আলী বিশ্বাসের সঙ্গে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল।
গত রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় রিপন মোবাইল ফোনে কথা বলতে বাড়ির উঠানে বের হলে পূর্ব পরিকল্পিভাবে হঠাৎ করে অভিযুক্তরাসহ আট-দশজন চাপাতি, রড ও লাঠিসোটা নিয়ে তার (রিপন) উপর হামলা চালায়।
এতে রিপনের মাথায় উপর্যুপরি কুপিয়ে জখম ও শরীরের বিভিন্নস্থানে পিটিয়ে আহত করা হয়।
এ সময় আহতর ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে প্রতিপক্ষরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় রিপনকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতর বাবা আকবর বিশ্বাস জানিয়েছেন, প্রতিপক্ষরা তার ছেলেকে কুপিয়ে আহত করেও শান্ত হয়নি বরং তাদেরকে হয়রানি করতে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর পায়তারা চালাচ্ছে।
উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক স্বৈব্য সাচি সানি বলেন, আহত রিপনের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্বর জখম হয়েছে। তবে এখন সে মোটামুটি আশঙ্কামুক্ত।
ঘটনার সত্যতা স্বীকার করে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানিয়েছেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। মামলা দায়ের’র প্রস্তুতি চলছে।
বরিশালের খবর