বরিশাল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি স্থায়ী ক্যাম্প হচ্ছে। খুব শিগগিরই এই ক্যাম্পের নির্মাণ কাজ শুরু হবে। সেখানে জলদস্যু ও বনদস্যু অধ্যূষিত হরিণ শিকারসহ সকল প্রকার অপরাধ কর্মকাণ্ড বন্ধে র্যাবের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ক্যাম্প স্থাপনের উদ্দেশে মঙ্গলবার (০৭ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (০৯ নভেম্বের) পর্যন্ত সুন্দরবনের সুপতি, কচিখালী, কটকা, সুখতারা ও শ্যালা এলাকাসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে র্যাব-৮ এর একটি টিম।
বরিশাল র্যাব-৮ এর অধিনায়ক হাসান ইমন আল রাজীব মুঠোফোনে বরিশালটাইমসকে জানিয়েছেন, সুন্দরবন কেন্দ্রীক বঙ্গোপসাগর ও জলদস্যু, বনদস্যু, হরিণ শিকারসহ সকল প্রকার অপরাধ কর্মকাণ্ড বন্ধে সুন্দরবনে র্যাবের একটি স্থায়ী ক্যাম্প স্থাপনের প্রয়োজন।
সে লক্ষে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনের প্রতিবেদন মহাপরিচালককে (ডিজি) অবহিত করে স্থান নির্ধারণের সিদ্ধান্ত হবে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী সাংবাদিকদের বলেন, পাথরঘাটা থেকে ১০০ কিলোমিটার পূর্ব-পশ্চিমে সুন্দরবনের কটকায় র্যাবের ক্যাম্প স্থাপন করা হলে অপরাধীদের ধরতে যেমন সহজ হবে, তেমনি অপরাধীরা খুব সহজে দস্যুতা করতে পারবে না।’’
শিরোনামবরিশালের খবর