৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

‘জাওয়ান’র জন্য লম্বা লাইন

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৭:০৬ অপরাহ্ণ, ০৭ সেপ্টেম্বর ২০২৩

‘জাওয়ান’র জন্য লম্বা লাইন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিশ্বজুড়ে একসঙ্গে মুক্তি পাচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘জাওয়ান’। বাংলাদেশেও আজ বৃহস্পতিবার সিনেমাটি প্রদর্শিত হবে। দেশের বাজারে এটি আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। সঙ্গে আছে রংধনু গ্রুপ।

দেশের হলগুলোতে সন্ধ্যা সাড়ে ৬টায় ‘জাওয়ান’র প্রথম শোয়ের আয়োজন করা হয়েছে। আর টিকিট সংগ্রহ করতে দর্শকদের লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে। তবে স্টার সিনেপ্লেক্সগুলোর বিভিন্ন শাখায় দর্শকদের লম্বা লাইনের দেখা মিললেও, কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে না। কখন শো সেই বিষয়েও কথা বলছে না কর্তৃপক্ষ।

বিষয়টি নিয়ে স্টার সিনেপ্লেক্সের বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘ছবিটি তো আজ বিকেলে মাত্র সেন্সর হয়েছে। এখন আমাদের এখানে প্রদর্শনের কোনো সিদ্ধান্ত হয়নি। তাই আমাদের ওয়েব সাইটেও ছবিটি তোলা হয়নি।’

তবে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন বলেন, ‘আজ সন্ধ্যা সাড়ে ৬টা থেকেই “জাওয়ান” চলবে। শুরুতে তিনটি হলে ছবিটি প্রদর্শিত হবে। আর আগামীকাল থেকে এটি ৪৮টি হলে প্রদর্শিত হবে।’

এদিকে, শাহরুখ ভক্তরা ‘জাওয়ান’ দেখার জন্য রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে (যমুনা ফিউচার পার্ক) একটি হল ভাড়া করেছেন। এর উদ্দ্যোগ আছে ‘ট্রু এসআরকিয়ান্স বিডি’ নামের একটি গ্রুপ।

বাংলাদেশে ভক্তদের এমন উন্মাদনার খবর ইতিমধ্যেই পৌঁছেছে শাহরুখ খানের কানেও। ভক্তদের টুইট করে তিনি বলেছেন, ‘বাংলাদেশের সিনেমাপ্রেমীদের ধন্যবাদ। আমি নিশ্চিত, তোমরা ছবিটা পছন্দ করবে।’

উল্লেখ্য, অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে। এতে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি।ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন। এছাড়াও আছেন সানিয়া মলহোত্রা, প্রিয়মণি, গিরিজা ওক, সঞ্জীতা ভট্টাচার্য, লেহের খান, আলিয়া কুরেশি, রিধি ডোগরা, সুনীল গ্রোভার, মুকেশ ছাবড়াসহ অনেকে।

76 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন