ঝালকাঠিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে বক্তাব্য রাখেন- জেলা ম্যাজিস্ট্রেট মানিকহার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইদুজ্জামান, জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লা পনির এবং সাংবাদিক দুলাল সাহা।
এর আগে ঝালকাঠি শহীদ স্মরণী রোডে বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট খান সাইফুল্লা পনির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সাধারণ সম্পাদক তরুন কর্মকার, যুবলীগ নেতা হাবিবুর রহমানসহ অন্যান্য নেতারা।
ঝালকাঠির খবর