৪ ঘণ্টা আগের আপডেট রাত ৯:৩৫ ; শুক্রবার ; ডিসেম্বর ৮, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

জাতিসংঘের প্রতিনিধিদলের বরিশাল ও খুলনা সফর

বরিশালটাইমস, ডেস্ক
৭:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৩

জাতিসংঘের প্রতিনিধিদলের বরিশাল ও খুলনা সফর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাংলাদেশে কর্মরত জাতিসংঘ ও তাদের উন্নয়ন অংশীদারি সংস্থার একটি যৌথ প্রতিনিধিদল বরিশাল ও খুলনা অঞ্চল সফর করেছে। সফরে দলটি জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিতকল্পে অধিকতর কর্মসূচি নেয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার জাতিসংঘের আবাসিক সমন্বয়কের অফিস এ তথ্য জানায়। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর অফিসের তত্ত্বাবধানে তিন দিনব্যাপী জেন্ডার সমতা মিশনে জাতিসংঘের পাঁচটি সংস্থা (ইউএন উইমেন, ইউএনএফপিএ, এফএও, ইউনিসেফ, আইএলও) প্রতিনিধিসহ তাদের উন্নয়ন এবং মানবিক সহায়তা দেওয়া অংশীদাররা অংশ নেন। তারা উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে জেন্ডার সমতা অর্জনে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেও জলবায়ু পরিবর্তনের ব্যাপক প্রভাবের কারণে খুলনা ও বরিশাল অঞ্চলে বসবাসরত নারীরা অনেক সামাজিক ও অর্থনৈতিক বাধার সম্মুখীন হচ্ছেন।

এই সফর নিয়ে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়নে নানা অগ্রগতি হওয়া সত্ত্বেও, আমরা খুলনা এবং বরিশালের প্রান্তিক নারী ও কিশোরীদের কাছ থেকে তাদের সমস্যার কথা শুনেছি। তারা প্রতিনিয়ত, বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত বাধার মুখোমুখি হচ্ছেন, যা নারীর ক্ষমতায়ন এবং জেন্ডারভিত্তিক সহিংসতা দূর করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এক্ষেত্রে, নারী ও মেয়েদের উন্নয়নে আরো কাজ করা প্রয়োজন। সেই সঙ্গে উন্নয়নে নারীদের সমান অংশীদার করতে হবে।

প্রতিনিধিদলটি জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে জেন্ডার বৈষম্য বা অসমতা মোকাবিলায় পরিচালিত জাতিসংঘের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে এবং এই অঞ্চলের নারী, মেয়ে ও শিশুরা যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে, তা নিয়ে স্থানীয় লোকজন এবং তাদের সঙ্গে আলোচনা করে।

ইউএন উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলী সিং বলেন, মিশনের প্রতিটি দিন আমরা নারী ও মেয়েদের কাছে থেকে তাদের সংকল্প ও সাহসিকতার কথা শুনেছি। যখন নারীর ক্ষমতায়নের অগ্রগতি ঊর্ধ্বমুখী, তখন আমরা এখানে দেখছি জেন্ডার নিয়ে নানা পুরোনো নিয়মাচার-কানুন মেয়েদের মধ্যে থাকা সম্ভাবনাকে কাজে লাগাতে বাধাগ্রস্ত করছে। জেন্ডার সমতার জন্য একটি সুন্দর পরিবেশ তৈরিতে পরিবর্তনের অংশীদার হিসেবে, যুবক, তরুণ ও কিশোরদেরও একইসঙ্গে কাজ করা অত্যন্ত জরুরি।

আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টুওমো পোটিআইনেন বলেন, আমরা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাধ্যমে দক্ষতা উন্নয়নে সহায়তা প্রদান এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি যাতে না হয়, তা নিশ্চিত করার জন্য নিয়োগকর্তা এবং শ্রমিকদের সংগঠনের সঙ্গে কাজ করছি, যাতে নারীরা তাদের সম্ভাবনাকে সর্বোচ্চ এবং কার্যকরভাবে ব্যবহার করতে পারে।

জাতিসংঘের এ মিশনের কেন্দ্রবিন্দুই হলো জেন্ডার-ভিত্তিক সহিংসতা রোধে পদক্ষেপ নেয়া এবং শিশু ও নারীদের স্বাস্থ্য এবং সুরক্ষা নিশ্চিত করা। জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) খুলনা এবং বরিশাল বিভাগে জিবিভি, বিশেষ করে বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে চাইল্ড প্রোটেকশন কমিউনিটি হাব প্রতিষ্ঠা করেছে, যেখানে সচেতনতামূলক সেশন, সমাজকর্মীদের রেফারেল সহায়তা, জাতীয় হেল্পলাইন এবং অন্যান্য প্রয়োজনীয় সেবা দেয়া হয়।

ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, দেশে বাল্যবিবাহের মতো ক্ষতিকর প্রথা প্রতিরোধে শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহিংসতার মৌলিক কারণগুলো এবং সামাজিক রীতিনীতিগুলো বোঝা এবং সহিংসতা মোকাবিলায় অগ্রাধিকার দিতে হবে। এক্ষেত্রে কিশোর-কিশোরীদের এবং তাদের কমিউনিটিকে শক্তিশালী করতে হবে। যাতে তারা সামাজিক পরিবর্তনের এজেন্ট হিসেবে কাজ করতে পারে, তা নিশ্চিত করতে হবে।

ইউএনএফপিএ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্রিন্টিন ব্লোখুস বলেন, জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নের অভাবনীয় অগ্রগতি সত্ত্বেও বরিশাল ও খুলনার মতো অঞ্চলেও অসংখ্য নারী ও তরুণীরা প্রতিনিয়তই বাল্যবিবাহসহ শারীরিক, মানসিক ও যৌন সহিংসতার মতো ঘটনার শিকার হচ্ছে। আমাদের অবশ্যই জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ও প্রতিকারে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে হবে। এজন্য নারী ও কিশোরীদের শিক্ষা, দক্ষতার উন্নয়ন ও কাউন্সিলিং সেবার প্রাপ্তি নিশ্চিত করা হবে।

সফরটি মূলত বাংলাদেশে জাতিসংঘের টেকসই উন্নয়ন সহযোগিতা কাঠামো (ইউএনএসডিসিএফ) ২০২২-২০২৬ বাস্তবায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে পরিচালিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল জেন্ডার সমতা এবং জেন্ডার-ভিত্তিক সহিংসতা নির্মূলসহ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অগ্রগতি ত্বরান্বিত করা।

বরিশালের খবর, বিভাগের খবর

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  আলেমদের মুক্তির দাবিতে মাঠে নামছে ‘হেফাজত ইসলাম’  শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, আটক ৩  বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৩  এদেশে যা কিছু অর্জন বঙ্গবন্ধুর আ'লীগের নেতৃত্বে হয়েছে :আমু  বরিশালে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত  বরিশাল মুক্ত দিবসে আনন্দ শোভাযাত্রা  স্বামীর টানে ফের বাংলাদেশে ভারতীয় তরুণী, মেনে নিল পরিবার  ‘আমি কোটিপতি নই, জনগণ ভালোবেসে নির্বাচনের খরচ জোগাবে’  বরিশাল কোতয়ালি মডেল থানার নতুন ওসি আরিচুল হক  ‘নৌকার লোক পালানোর সুযোগ পাবে না’ বলা আ. লীগ নেতাকে শোকজ