৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

জাতীয় পার্টির সংসদে দাঁড়িয়ে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত : তোফায়েল

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:০৭ অপরাহ্ণ, ১২ নভেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, অনলাইন::: জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মশিউর রহমান রাঙ্গার পক্ষে জাতীয় পার্টির সংসদে দাঁড়িয়ে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।

শহীদ নূরকে নিয়ে রাঙ্গার বিতর্কিত মন্তব্যের জেরে এ কথা বলেছেন তোফায়েল আহমেদ।

এর আগে এরশাদবিরোধী আন্দোলনে নিহত শহীদ নূর হোসেন মাদকাসক্ত ছিলেন বলে মন্তব্য করেন মসিউর রহমান (রাঙ্গা)। তার দাবি, নূর হোসেন ইয়াবাখোর, ফেনসিডিলখোর ছিলেন। রোববার জাতীয় পার্টির মহানগর উত্তর শাখার উদ্যোগে গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রাঙ্গা এ কথা বলেন। জাপা বনানীর কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কিন্তু তার এ মন্তব্য চারপাশে ব্যাপক সমালোচিত হওয়ার পর মঙ্গলবার (১২ নভেম্বর) শহীদ নূর হোসেনকে ইয়াবাখোর বলায় তার মায়ের কাছে দুঃখ প্রকাশ করেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। বনানীর জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে দুঃখ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, অসতর্কভাবে বলে ফেলা আমার বক্তব্যে যে আঘাত লেগেছে, তার জন্য আমি নূর হোসেনের মায়ের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। একইসঙ্গে আমার যে বক্তব্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, সেসব বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছি।

এসময় জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এরশাদও নূর হোসেনের পরিবারের প্রতি সমব্যথী ছিলেন জানিয়ে তিনি বলেন, আশা করি এ বিষয়ে আর কোনো ভুল বোঝাবুঝি থাকবে না।

22 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন