বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৬:০৫ অপরাহ্ণ, ০২ অক্টোবর ২০১৬
যুদ্ধ ভীষণ ভয় পাই। যুদ্ধের পূর্বাভাস দেখলে গা কাঁপে। মানুষের মৃত্যু আমি সইতে পারি না। দুটো পারমাণবিক অস্ত্রের দেশ যখন পরস্পরকে ঘৃণা করে, বড় অস্বস্তি হয় আমার। জানি না কে কখন পারমাণবিক বোমার সুইচ টিপে দেবে।
ভারতের মূর্খগুলো ভাবে পাকিস্তানে পারিমাণবিক বোমা ফেললে শুধু পাকিস্তানীরা মরবে, আর পাকিস্তানের মূর্খগুলো ভাবে ভারতে পারমাণবিক বোমা ফেললে শুধু ভারতীয়রা মরবে।
আজকের বোমা হিরোশিমা নাগাসাকির অ্যাটম বোমার চেয়ে লক্ষ গুণ শক্তিশালী, এ কাউকে বোঝাতে পারি না। যেখানেই পড়ুক বোমা, মরবো যে ভারতীয়, পাকিস্তানী, এবং আশে পাশে যারা আছি, অথবা দূরেও যারা আছি, সবাই…এও কাউকে বোঝাতে পারি না।
(লেখকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত)