আরিফ আহমেদ মুন্না:: জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশালের বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও জাতীয় পার্টির নেতা ইকবাল হোসেন তাপস। বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যানের ঢাকাস্থ বাসভবনে ওই সৌজন্য সাক্ষাতের পাশাপাশি সেখানে এক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সেখানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। জাপার ওই সাংগঠনিক আলোচনায় বরিশাল বিভাগের নেতৃত্ব দেন ইকবাল হোসেন তাপস। এসময় জাপা চেয়ারম্যান জি.এম কাদের আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে উপস্থিত নেতাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
এছাড়াও বিভাগীয় সদর বরিশালের জেলা ও মহানগরে জাতীয় পার্টিকে সুসংগঠিত এবং জাপার সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করার জন্য ইকবাল হোসেন তাপসকে ধন্যবাদ জানান জাপা চেয়ারম্যান। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে বরিশালকে জাতীয় পার্টির দূর্গ হিসেবে গড়ে তোলার আহবান জানান তিনি। #
বরিশালের খবর