জাপা নেতা মিজানুর রহমান নিজ এলাকায় সংবর্ধিত
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কমিটির সদস্য বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমেরো সদস্য মিজানুর রহমানকে তার নিজ এলাকা মেহেন্দিগঞ্জে সংবর্ধনা দেওয়া হয়েছে। ক্রান্তিলগ্নে জাতীয় পার্টির হাল ধরায় উজ্জীবিত উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা।
নিজ এলাকার সন্তান মিজানুর রহমানকে এই সংবর্ধনা প্রদান করেন। বৃহস্পতিবার দুপুর ১২ টায় মেহেন্দিগঞ্জের উত্তর উলানিয়া ইউনিয়নের উলানিয়া আহমদিয়া বালিকা দাখিল মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু মুসা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসেডিয়াম সদস্য আলহাজ্ব সফিকুল ইসলাম সেন্টু।
বিশেষ অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, জাতীয় পার্টির যুগ্ম মহসচিব ফকরুল আহসান শাহাজাদা, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক কাজী আবুল খায়ের, জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো: গোলাম মোস্তফা, জাতীয় পার্টি বরিশাল জেলার সদস্য সচিব এ্যাডভোকেট এমএ জলিল, জাতীয় পার্টি দারুস সালাম থানার সভাপতি আলমাস উদ্দিন প্রমূখ। অনুষ্ঠান শেষে অতিথিরা উলানিয়া ইউনিয়নের কৃতি সন্তান আলহাজ্ব মিজানুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধবা অনুষ্ঠানে প্রায় দুই হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বরিশালের খবর, বিভাগের খবর