জামাতার ঘরে চুরি করার দায় স্বীকার করে শ্বশুরের মৃত্যু
মোঃ জসীম উদ্দিন বাউফল:: পটুয়াখালীর বাউফলে জামাতার টাকা, স্বর্ণালংকার ও জমির দলিপত্র চুরির দায় স্বীকার করে মারা গেছেন শ্বশুর নজরুল মৃধা (৫৫) । উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের রায়সাহেব গ্রামে বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। মৃত ওই ব্যক্তির বাবার নাম সৈজউদ্দিন মৃধা।
স্থানূয় সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের রায়সাহেব গ্রামের ২নং ওয়ার্ডের বাসিন্দা আসাদুল হাওলাদারের ঘর থেকে ৯৫ হাজার টাকা,স্বর্ণলংকার ও দলিলপত্র চুরি হয়ে যায় । এ জন্য জামাতা আসাদুল তার শ্বশুর নজরুল মৃধাকে সন্দেহ করেন। কতিথ আছে স্থানীয় এক ফকিরের মাধ্যমে ঝারফুক দেয়া হলে শ্বশুর নজরুল মৃধা চুরির দায় স্বীকার করেন। স্বীকারোক্তি অনুযায়ী শ্বশুরের ঘর থেকে ৫০ হাজার টাকা ও মালামাল উদ্ধার করা হয়। এরপর তাকে পুলিশের হাতে সোপর্দ করেন জামাতা। একপর্যায়ে পুলিশ হেফাজতে শ্বশুর নজরুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হলে বুধবার দিবাগত রাতে তিনি মারা যান।
এ ঘটনার সত্যতা স্বীকার করে ইউপি সদস্য বসার মৃধা বলেন, ‘কিছুদিন আগে নজরুল মৃধার জামাতা আসাদুলের ঘর থেকে নগদ টাকা, স্বর্ণ ও দলিপত্র চুরি হয়। চুরির কথা স্বীকার করেন শ্বশুর নজরুল মৃধা। এরপর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। থানা থেকে আমাকে মিমাংসার দায়িত্ব দেয়া হয়। কিন্তু তার আগেই নজরুল মৃধা মারা যান।’
বাউফল থানার ওসি আল মামুন বলেন, ‘অভিযুক্ত নজরুল মৃধারকে পুলিশের কাছে সোপর্দ করা হয়নি। তাকে তার স্বজনরা অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর তিনি মারা যান। খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। মৃত ব্যক্তির স্বজনরা কোন অভিযোগ না দেওয়ায় আইনগত ব্যবস্থা নেয়া যায়নি।’
পটুয়াখালি, বিভাগের খবর