সাতক্ষীরা শহরে বিএনপি-জামায়াতের গোপন বৈঠকে হানা দিয়ে পুলিশ ৬ শিবিরকর্মীকে আটক করেছে। আজ শুক্রবার (১৯ জানুয়ারি) ভোরে সদর উপজেলার গদাঘাটা মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করা হয় বলে দাবি করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- শিয়ালডাঙা গ্রামের নজরুল মোল্লার ছেলে হাফেজ আব্দুল হাকিম (৩১), বাশঘাটা গ্রামের রেজাউল ইসলামের ছেলে আফজাল হোসেন (১৯), দক্ষিণ গদাঘটা গ্রামের ইয়াকুব আলির ছেলে ইউনুচ আলি (২১), টেংরাখালী গ্রামের ইয়ার আলির ছেলে সাদ্দাম হোসেন (১৮), দেবহাটা উপজেলার ধপুখালী গ্রামের মৃত ইমান আলির ছেলে হাফেজ আব্দুল হান্নান (২৬) এবং কলারোয়া উপজেলার নীলকন্ঠপুর গ্রামের শওকত আলীর ছেলে হামিদুর রহমান (২২)।
শুক্রবার দুপুরে পুলিশের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে আবহিত করা হয়েছে, সদর থানাধীন গদাঘাটা গ্রামের মসজিদ সংলগ্ন একটি পরিত্যাক্ত একটি ঘরে বিএনপি-জামায়তের দেড় শতাধিক নেতাকর্মী গোপন বৈঠক করছিল।
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খবর পেয়ে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশের ওপর ৩ থেকে ৪ টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
এ সময় ৬জন শিবিরকর্মীকে আটক করা হয়। উদ্ধার করা হয়েছে- তিনটি ককটেল, বোমা জালের কাছি ১৫ টি, ইলেকট্রনিক্স ডিভাইস ৪ টি, জর্দ্দার কৌটার অংশ বিশেষ ৮ টুকরা, পোড়া লাল টেপ ১১ টুকরা, লোহার পেরেক ১৯ টি, মোটা কাগজ ৬ টুকরা, এবং বিপুল পরিমাণ জিহাদী বই।
এই ঘটনায় আটকদের বিরুদ্ধে বিষ্ফোরকদ্রব্য আইনে সদর থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।’’
বিশেষ খবর