৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

জিয়ানগরে ইট দিয়ে শিক্ষকের মাথা ফাটালো বখাটে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:০৩ অপরাহ্ণ, ১৭ সেপ্টেম্বর ২০১৬

পিরোজপুর: জিয়ানগর উপজেলায় ইটের আঘাতে মাদ্রাসা শিক্ষকের মাথা ফাটিয়ে দিয়েছে আবুল হাসান নামের এক বখাটে। মাদ্রাসার ছাত্রীদের উত্যক্ত করার প্রতিবাদ করায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আহত শিক্ষকের নাম মাওলানা আব্দুল খালেক খান।

শনিবার বেলা ১১ টার দিকে বালিপাড়া আলিম মাদ্রাসার সামনে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, বালিপাড়া ইউনিয়নের আব্দুল লতিফের ছেলে আবুল হাসান মাদ্রাসার ছাত্রীদের উত্যক্ত করলে এর প্রতিবাদ করেন শিক্ষক মাওলানা আব্দুল খালেক। এতে ক্ষিপ্ত হয়ে হাসান শনিবার ১১ টার দিকে মাদ্রাসার সামনে আব্দুল খালেকের ওপর হামলা চালায়।

 

এ সময় ইট দিয়ে আঘাত করে আব্দুল খালেকের মাথা ফাটিয়ে দেয় সে। এরপর ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। খবর পেয়ে অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকরা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে।

মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহিম জানান, ছাত্রীদের উত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটে হাসান ওই শিক্ষককে পিটিয়ে গুরুতর আহত করেছে।

জিয়ানগর থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মিজানুল হক বলেন, বখাটে হাসানকে আটকের চেষ্টা চলছে।

24 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন