জীবিকার তাগিদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, ৭ দিন পর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মাছ শিকারে সাগরে গিয়ে নিখোঁজের সাত দিন পর বরগুনার পাথরঘাটার মোশারফ হোসেন শরিফ (২৫) নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। পরে তার দাফন সম্পন্ন করেন পরিবারের সদস্যরা।
রোববার সকালে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে শনিবার রাত ১টার দিকে তার ভাই লাশ শনাক্ত করেন। মোশারফ উপজেলার চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের শহীদ শরিফের ছেলে।
জানা গেছে, গত রোববার (১১ সেপ্টেম্বর) বৈরি আবহাওয়া উপেক্ষা করে জীবিকার তাগিদে মাছ ধরতে গিয়ে জাল ছুটানোর সময় সাগরে নিখোঁজ হন মোশারফ। সুন্দরবন-সংলগ্ন বঙ্গোপসাগরের পক্ষিদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মোশারফের ভাই মো: জাফর মিয়া জানান, ‘তালতলীর ছকিনার স্থানীয়রা ফাতরার বনে এক লাশ দেখতে পেয়ে মেম্বার জামালকে জানান। মেম্বার আমাদের জানালে শনিবার রাতে ওই এলাকায় গিয়ে আমার ভাইয়ের লাশ সনাক্ত করে বাড়িতে নিয়ে আসি। রোববার সকালে নিজ বাড়ি উপজেলার ফালবাড়িয়া গ্রামে জানাজা শেষে লাশ দাফন করা হয়েছে।’
মোশারফের স্ত্রী হাসি বেগম জানান, গত (৯ সেপ্টেম্বর) শুক্রবার দুপুরে সুন্দরবন সংলগ্ন পক্ষিদিয়া এলাকায় মাছ ধরার জন্য যান। রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে জাল পেঁচিয়ে যায়। ওই জাল ছাড়ানোর জন্য মোশারফ পানিতে নামলে হঠাৎ স্রোতে ভেসে যান।
চরদুয়ানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহমান জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোশারফের লাশ সনাক্ত করেছে তার পরিবার। সকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বরগুনা, বিভাগের খবর