এই প্রথম বাজারে এলো স্মার্ট সুকতলা। এই সুকতলা জুতায় স্থাপন করলে আপনার পদক্ষেপ গণনা করতে পারবেন। এটি জানিয়ে দেবে হাঁটার সময় আপনার কত ক্যালোরি খরচ হলো। এছাড়াও আপনি কোথায় যাবেন তা জানতে পারবেন।
জুতার জন্য এই সুকতলা তৈরি করেছে ডুকেয়ার টেকনোলজিস। এটি ভারতীয় প্রতিষ্ঠান। ডিভাইসটির নাম দেয়া হয়েছে লিচাল। সুকতলা ছাড়াও পরিধানযোগ্য একটি পডস তৈরি করা হয়েছে। এই পডস জুতার ফিতার সঙ্গে বাধা যাবে।
এটি বিশ্বের প্রথম স্পর্শ ভিত্তিক পাদুকা। পডস দুইটির জন্য লিচাল অ্যাপ রয়েছে। এই অ্যাপের মাধ্যমে পদক্ষেপ, ক্যালোরি এবং নেভিগেশন জানা যাবে। পডস দুটো চার্জ দেয়ার জন্য ইউএসবি চার্জার রয়েছে।
এটির উৎপাদনকারী প্রতিষ্ঠান জানিয়েছে যেকোনো জুতার আকৃতি অনুযায়ী সুকতলাটি কেটে নেয়া যাবে। এরপর জুতার মধ্যে এটি স্থাপন করা যাবে। এরপর জুতার ফিতার সঙ্গে পডটি লাগাতে হবে।
লিচাল অ্যাপটি দিয়ে পডস দুইটি কনফিগার করা যাবে।
দেখুন ভিডিও:
তথ্যপ্রযুক্তির খবর