বার্তা পরিবেশক, অনলাইন:::চুয়াডাঙ্গার গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ফল ঘোষণা করার সময় জুতা পায়ে শহীদ মিনারে ওঠায় স্কুলের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হায়দার মল্লিককে শোকজ্ করেছে জেলা প্রশাসক।
বৃহস্পতিবার দুপুরে শোকজ করার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
এর আগে বৃহস্পতিবার সকালে গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসীরা এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে মিছিল বের করতে চাইলেও স্কুল সভাপতির চাপে তা বের করতে পারেনি।
শোকজের বিষয়ে গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মেদের কাছে জানতে চাওয়া হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য গত ৩০ ডিসেম্বর সোমবার চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরিক্ষার ফলাফল ঘোষণার সময় জুতা পায়ে দিয়ে স্কুলের শহীদ বেদীতে ওঠেন স্কুলের প্রধান শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হায়দার মল্লিকসহ স্কুলের সহকারী শিক্ষকরা। কেউ একজন জুতা পায়ে শহীদ বেদীতে ওঠার ওই ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে মুহুর্তে তা ছড়িয়ে পরে। এরপর বিষটি নিয়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে।
দেশের খবর