বার্তা পরিবেশক, অনলাইন:: ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রতীক বরাদ্দের পর শুক্রবার আনুষ্ঠানিক প্রচারে নেমেছেন বিএনপির দুই মেয়র প্রার্থী।
উত্তরা ৭ নম্বর জামে মসজিদে জুমার নামাজ শেষে প্রচারণা শুরু করেন তাবিথ আউয়াল। অপরদিকে ঢাকা দক্ষিণে মেয়র পদে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন বায়তুল মোকাররমে জুমার নামাজ পড়ে সেখান থেকেই শুরু করেন প্রচার।
এর আগে সকালে বিএনপির এই প্রার্থী রিটানিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক বুঝে নেন। তারা চাহিদা মাফিক ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে নামছেন। ঢাকা দক্ষিণে ইশরাকের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ব্যারিস্টার তাপস। আর উত্তরে তাবিথের প্রতিদ্বন্দ্বী আতিকুল ইসলাম।
৩০ জানুয়ারি এই দুই সিটিতে ভোট হবে।
রাজনীতির খবর