৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

জেএমবি আসাদুলের দাফন হবে বাগেরহাটে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, ১৬ অক্টোবর ২০১৬

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি নেতা আসাদুল ইসলাম ওরফে আরিফের দাফন সম্পন্ন হবে বাগেরহাটের মোল্লাহাটে।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান, বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের উদয়পুর গ্রামের শ্বশুর বাড়িতে আরিফের মরদেহ দাফন করা হবে। এ কারণে ওই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ফাঁসি কার্যকর পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হলে দাফনে সহায়তা করবে পুলিশ।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম খায়রুল আনাম জানান, দাফনের জন্য এরই মধ্যে কবর খোঁড়া সম্পন্ন হয়েছে। রাতেই দাফন সম্পন্নের সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

আসাদুল ইসলাম ওরফে আরিফ ২০০৭ সালের ১০ জুলাই ময়মনসিংহ থেকে গ্রেফতার হন।

২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠি জেলার সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ের গাড়িতে বোমা হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়। ২০০৬ সালের ২৯ মে এ হত্যা মামলার রায়ে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহম্মেদ ৭ জনের ফাঁসির আদেশ দেন। আগেই মামলার ৬ আসামির দণ্ড কার্যকর হয়েছে।

গ্রেফতারের পর আসাদুল রায়ের বিরুদ্ধে আপিল করেন। উচ্চ আদালত তার রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন।

24 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন