জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল অর্জন করতে না পেরে আত্মহত্যা করেছে শিক্ষার্থী মোসাম্মৎ জান্নাতি নামে এক পরীক্ষার্থী। শনিবার (৩০ ডিসেম্বর) শেষ বিকেলে মেলাপাড়া গ্রামের লাল মিয়া ওরফে সেলিমের মেয়ে জান্নাতি ঘরের দোতলায় উঠে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পারিবারিক সুত্রে জানা গেছে, পূর্ব মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতি শনিবার প্রকাশিত জেএসসি পরীক্ষায় এক দশমিক ৫০ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়। বিয়োগান্তক এ ঘটনায় গোটা গ্রামজুড়ে শোকাবহ অবস্থা বিরাজ করছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম জানান, ঘটনাটি মর্মদায়ক। আমরাও ব্যথিত। তার রোল নম্বর ১৮৫৮২৪।
শিরোনামপটুয়াখালি