বরিশাল: এবারের জেএসসি পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আওতায় ১ লাখ ১৭ হাজার ৪ শত ৫৬ জন পরীক্ষার্থী অংণগ্রহন করবেন।
যারমধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ১৫ হাজার ১ শত ৫২ জন, অনিমিয়ত ২ হাজার১ শত ৪১ও মনোন্নয়ন ১ শত ৬৩ জন।
১ হাজার ৬ শত ৮৪ টি বিদ্যালয়ের এসব পরীক্ষার্থীরা বোর্ডের আওতায় ১ শত ৬২ টি কেন্দ্রে সারাদেশের সাথে একযোগে ১ নভেম্বর পরীক্ষায় অংশগ্রহন করবে বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মুহাম্মদ শাহ্ আলমগীর।
মোট পরীক্ষার্থীদের মধ্যে ৫৫ হাজার ৭ শত ৪২ জন ছাত্র ও ৬১ হাজার ৭ শত ৩২ জন ছাত্রী রয়েছে।
সবেচেয়ে বেশি পরীক্ষার্থী বরিশাল জেলায় ৩৮ হাজার ৭৫২ জন এবং সবচেয়ে কম পরীক্ষার্থী ঝালকাঠি জেলায় ১০ হাজার ৬৪৫ জন।
এছাড়া পিরোজপুর জেলায় ১৫ হাজার ৪৮৮ জন, পটুয়াখালিতে ২০ হাজার ৮৬৫ জন, বরগুনায় ১৩ হাজার ৪০২ জন, ভোলায় ১৮ হাজার ৩০৪ জন পরীক্ষার্থী রয়েছে।
টাইমস স্পেশাল, বরিশালের খবর, স্পটলাইট