বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০১:৫১ অপরাহ্ণ, ৩১ ডিসেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে বরিশালে পাসের হারে এগিয়ে গেছে বরগুনা জেলা। আর সর্বনিম্নে রয়েছে ঝালকাঠি জেলা।
ঝালকাঠি জেলা গতবছরও পাসের হারে সর্বনিম্নে ছিল। কিন্তু গতবছর শীর্ষে থাকা ভোলা জেলা এবার দ্বিতীয় স্থানে। আর গতবছর দ্বিতীয় স্থানে থাকা বরগুনা এবার এক নম্বরে। জেলাটির পাসের হার ৯৯ দশমিক ১৮ শতাংশ। এছাড়া ঝালকাঠি জেলার পাসের হার ৯৫ দশমিক ৯ শতাংশ।
এ বছর বরগুনা জেলার ১৮৭ স্কুলের ১১ হাজার ৭৯৬ জন পরীক্ষার্থী জেএসসিতে অংশ নিয়েছিল। এর মধ্যে পাঁচ হাজার ৫১৭ জন ছাত্র, ছয় হাজার ২৭৯ জন ছাত্রী ছিল। পাস করেছে ১১ হাজার ৫৮১ জন। এর মধ্যে ছেলে পাঁচ হাজার ৩৯৩ ও মেয়ে ছয় হাজার ১৮৮ জন।
এ জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ৫৩৬ জন। এর মধ্যে ১৬৮ জন ছেলে এবং ৩৭৮ জন মেয়ে।
দ্বিতীয় স্থানের ভোলায় পাসের হার ৯৭ দশমিক ৮২ শতাংশ। এ জেলার ২৮৪টি বিদ্যালয়ের ২১ হাজার ১৫৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল পরীক্ষায়।
তৃতীয় স্থানে থাকা বরিশাল জেলার পাসের হার ৯৭ দশমিক ১৫ শতাংশ। এ জেলার ৪৬২টি বিদ্যালয়ের ৩৬ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল।
চতুর্থ অবস্থানের পটুয়াখালী জেলার পাসের হার ৯৭ দশমিক ১৪ শতাংশ। এ জেলার ৩০৫টি বিদ্যালয়ের ২০ হাজার ১২৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল পরীক্ষায়।
এছাড়া পঞ্চম অবস্থানের পিরোজপুর জেলার পাসের হার ৯৫ দশমিক ৯২ শতাংশ। এর ২৭৮টি বিদ্যালয়ের ১৪ হাজার ২৭৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।
সর্বশেষ অবস্থানে থাকা ঝালকাঠি জেলার ১৯৮টি বিদ্যালয়ের নয় হাজার ৭৪৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল এবারের জেএসসিতে।