বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৩:৩২ অপরাহ্ণ, ০৯ ডিসেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের নিয়ে শো-ডাউন দিয়ে রাজপথ মাতিয়ে তোলেন ছাত্রলীগ নেতা তাসিন ইসলাম নিলয়। রোববার সকালে সম্মেলন শুরুর পুর্ব মুহুতে এই ছাত্রলীগ নেতার নেতৃত্বে শহরের জর্ডন রোড এলাকা থেকে একটি বিশালাকারের মিছিল বের হয়। সেখান থেকে রাজা-বাহাদুর সড়ক হয়ে মিছিলটি সম্মেলনস্থল বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে পৌঁছে।
বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ অনুসারী ছাত্রলীগ নেতা নিলয়ের এই শো-ডাউনে কর্মী-সমর্থক অংশ নেন। এবং সম্মেলনে তার নেতার পক্ষে নানা শ্লোগান দিয়ে সকলের দৃষ্টি কাড়েন।
এমনকি সম্মেলনের শেষান্তে নেতা সাদিককে সাধারণ সম্পাদক ঘোষণা দেওয়া পরে অভিনন্দন জানিয়ে বরিশাল জেলা ছাত্রলীগ নেতা নিলয়ের নেতৃত্বে শহরে একটি আনন্দ মিছিল করা হয়।