জেলা পরিষদ নির্বাচনে বাকেরগঞ্জে ইমাম মোল্লা নির্বাচিত
জিয়াউল হক,বাকেরগঞ্জ।। বরিশাল জেলা পরিষদ নির্বাচনে বাকেরগঞ্জ সাধারণ আসনে-১ নং ওয়ার্ডে ইমাম হোসেন মোল্লা অটোগাড়ি প্রতিকে ৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সোমবার (১৭) অক্টোবর সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিপুল ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ১৯৮ জন ভোটারের মধ্যে ১৯৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে বাকেরগঞ্জ সাধারণ আসন ১ নং ওয়ার্ডে ইমাম হোসেন মোল্লা অটোরিক্সা পেয়েছে ৮৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নিয়ামত আব্দুল্লাহ পলাশ হাতি মার্কা পেয়েছেন ৭৪ ভোট। এছাড়া ফয়সাল আহমেদ মুন্না ক্রিকেট ব্যাট ১৫ ভোট, মাসুদ আলম খান তালা ১৩ ভোট, আবুল হোসেন খলিফা উটপাখি ৪ ভোট নুরুল ইসলাম বিপ্লব টিউবওয়েল ১ ভোট ও মাসুদ বৈদ্যুতিক পাখা পেয়েছে ১ ভোট।
নির্বাচনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। নির্বাচন শুরু হলে সকাল থেকেই জেলা পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, সহকারী কমিশনার (ভূমি) আবুজর মোঃ ইজাজুল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান ও থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন সরকারি বাকেরগঞ্জ কলেজ ভোটকেন্দ্রে পরিদর্শন করেন।
বরিশালের খবর, বিভাগের খবর